ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে হাত বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৯:৩১, ১৪ মে ২০২৩

বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে হাত বিচ্ছিন্ন

মোল্লাহাট থানা

বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে এক জনের হাত বিচ্ছিন্ন হওয়াসহ ৫ জন গুরুতর আহত হয়েনে। রবিবার (১৪ মে) উপজেলার জয়ডিহি হাট নামক হাড়িদাহ গ্রামে পানের আড়তে এ ঘটনা ঘটে। 
গুরুতর আহতদের মোল্লাহাট, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার কাহালপুর গ্রামের পূর্বপাড়ার আজাদ মিয়া ও জিকরুল মিয়ার পৃথক পৃথক পানের আড়ত রয়েছে হাড়িদাহ বাজারে। তাদের মধ্যে আড়তদারীসহ বিভিন্ন বিষয়ে পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন আজাদ মিয়ার আড়তের হালখাতা ছিল। হালখাতা চলাকালে জনৈক ব্যাপারীকে নিয়ে জিকরুল মিয়ার বাকবিতন্ডা হয় আজাদ মিয়ার আড়তের এক কর্মচারীরর সঙ্গে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি এবং নিজ নিজ পক্ষের লোকজন মোবাইলে ডেকে জড়ো করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পাপ্পু মিয়া (১৮) নামের এক যুবকের বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত পাঁচজন আহত হয়। 

হাসপাতালে চিকিৎসাধীন অপর আহতরা হলেন- সজল (২৫), রবিউল (২৫), রশিদ (২৩) ও সুমন খা (১৮)। এদের সকলের বাড়ি কাহালপুর। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×