স্থানীয় সরকার মন্ত্রীর হাতে পদত্যাগপত্র দিচ্ছেন তালুকদার আব্দুল খালেক।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন তালুকদার আব্দুল খালেক।
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।
আগামী মঙ্গলবার (১৬ মে) কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন তালুকদার আব্দুল খালেক।
এদিকে মেয়র পদ শূন্য হওয়ায় নির্বাচনের আগ পর্যন্ত কেসিসির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামকে দেয়া হয়েছে।
আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন তালুকদার আবদুল খালেক।
এমএম