ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

কীর্তনখোলায় তেলের জাহাজে বিস্ফোরণ, নিহত ২

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ১৯:৫৫, ১১ মে ২০২৩

কীর্তনখোলায় তেলের জাহাজে বিস্ফোরণ, নিহত ২

নিহত

কীর্তনখোলা নদীর নগরীর চাঁদমারী এলাকায় বৃহস্পতিবার বিকেলে এম.টি ইবাদী-১ নামের তেলের জাহাজে বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজন নিহত, তিনজন দগ্ধ ও একজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন থেকে এম.টি ইবাদী-১ নামের তেলের জাহাজ তেল নিয়ে বরিশাল চাঁদমারী এলাকায় আসে। জাহাজে মোট ১৬ জন স্টাফ ছিলো। তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে আকস্মিক জাহাজের জেনারেটর রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জাহাজ থেকে স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৫) নামের দুইজন স্টাফের মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুইজনের বাড়ি চট্টগ্রামে। এছাড়া তিনজন দগ্ধ শ্রমিককে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমান আরও বলেন, জাহাজের স্টাফদের দাবি তাদের আরো একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বরিশাল বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কালাম বলেন, বিকেল পাঁচটার দিকে সমিতির অফিসে বসে কথা বলছিলাম। এমন সময়ে নদীর মধ্যে বিকট শব্দ শুনে দেখতে পাই জাহাজ বিস্ফোরণ। তাৎক্ষণিক নদী বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড়ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে জাহাজটি।

এমএস

সম্পর্কিত বিষয়:

×