ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অটোরিক্সার চাপায় প্রাণ হারলো শিশু, চালক আটক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা 

প্রকাশিত: ১৭:৪৬, ১১ মে ২০২৩

অটোরিক্সার চাপায় প্রাণ হারলো শিশু, চালক আটক

সড়ক দূর্ঘটনা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী গ্রামে গত বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগামী অটোরিক্সার চাপায় ঘটানাস্থলেই তাবাসুম খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। 

এ ঘটনায় পুলিশ অটোচালক আমিরুল ইসলামকে আটক করেছে। নিহত তাবাসুম কুমারগাড়ী গ্রামের নজরুল ইসলাম নান্টুর মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, তাবাসুম নিহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকবাসী অটোসহ চালক আমিরুল ইসলামকে আটক করে থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। অটোচালক আমিরুল পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত  ছমসেল আলীর ছেলে। 

গোবিন্দগঞ্জ থানার এসআই দীপক রায় জানান, এ ব্যাপারে নিহত শিশু তাবাসুমের বাবা নজরুল ইসলাম নান্টু অটোচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আমিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×