ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নবীগঞ্জে সিএনজি ও প্রাইভেট সংঘর্ষে নিহত ৩ 

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২০:১০, ১০ মে ২০২৩

নবীগঞ্জে সিএনজি ও প্রাইভেট সংঘর্ষে নিহত ৩ 

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। 

বুধবার (১০ মে) দুপুর প্রায় ২টায় জেলার নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জেলার নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪২) ও বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা আব্দাল মিয়া (৪৫)। 

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব বলেন, ‘মহাসড়কের দু’দিক থেকে আসা অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। এতে আহত অবস্থায় আরও চার নারী-পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করেছে।’
 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×