ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে মা ও নবজাতকসহ নিহত ৪ 

প্রকাশিত: ১৯:১২, ১০ মে ২০২৩

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে মা ও নবজাতকসহ নিহত ৪ 

দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্স

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আতাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০), এক দিন বয়সী শিশুকন্যা, তার বড় মেয়ের স্বামী সাতক্ষীরা সদরের নারানপুর গ্রামের ডালিম হোসেন এবং তাজিজুল ইসলাম নামে আরও একজন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে মির্জাপুর শ্মশান এলাকায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা নবজাতক ও তার মাসহ চারজন নিহত হন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পাটকেলঘাটা থানা পুলিশের ওসি (তদন্ত) বিশ্বজিত কুমার বলেন, ‘দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকটিকে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। আর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×