ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আখের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ১৭:৫৯, ১০ মে ২০২৩; আপডেট: ১৮:০০, ১০ মে ২০২৩

আখের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত ৩

বজ্রপাতে নিহত

মাগুরার শ্রীপুরের চর চৌগাছী গ্রামে  আখের ক্ষেতে নিড়ানীর কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষি শ্রমিক নিহত হয়েছে।

বুধবার বিকাল পৌনে চার দিকে এঘটনা ঘটে। তারা হলেন শাহাদৎ , নিজাম ও মোহামামদ আলী। তাদের বাড়ি উক্ত চর চৌগাছী গ্রামে। মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) লিটন কুমার দাস জানান, বিকাল পৌনে চার দিকে মাগুরার শ্রীপুরের চর চৌগাছী গ্রামে  আখের ক্ষেতে নিড়ানীর কাজ করার সময় আকষ্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয় এবং অপর আহত ২জনকে শ্রীপুরের দ্বারিয়াপুর হাসপাতালে নেওয়া হলে তাদেরও  মৃত্যু হয়। 

তিন শ্রমিক নিহত হলো শাহাদৎ, নিজাম ও মোহাম্মদ আলী। তাদের বাড়ি শ্রীপুরের চরচৌগাছী গ্রামে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×