ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ছাত্রী ধর্ষণ মামলায় সহকারী অধ্যাপক গ্রেফতার 

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ 

প্রকাশিত: ১৮:২৩, ৯ মে ২০২৩

ছাত্রী ধর্ষণ মামলায় সহকারী অধ্যাপক গ্রেফতার 

গ্রেফতারকৃত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স প্রথমবর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে জেলা শহরের নবীনবাগ এলাকার টেকলিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সম্মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গোপালগঞ্জে সদর থানার ওসি মোঃ জাবেদ মাসুদ জানিয়েছেন, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে সোমবার বিকেলে শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন (মামলা নং-১৩/১৯৪)। সন্ধ্যার পর অভিযান চালিয়ে শহরের নবীনবাগ এলাকার টেকলিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সম্মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানিয়েছেন, এ ঘটনায় গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনী প্রক্রিয়া শুরু হবে। 

এদিকে, জিএম স্যার নামে সুপরিচিত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার গ্রেফতারের বিষয়টি এখন মানুষের মুখে মুখে। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগসহ নানা ধরণের অভিযোগ থাকলেও কেউ লজ্জায় থানায় অভিযোগ করেনি। এবারের ঘটনায় বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। 

 
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×