ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৯:৪৫, ৮ মে ২০২৩

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

বিএসএফের গুলিতে আহত ওবাইদুল্লাহ 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে ওবাইদুল্লাহ (১৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।

গোলাম রসুল জানান, আমার ছেলে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ভারতীয় সীমান্তের নিকট আমার জমির ধান দেখতে ও গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো। এসময় ভারতীয় সীমান্ত না বুঝতে পেরে প্রায় ১০ ফুট ভেতরে ঢুকে পরে। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে চলে যেতে বললে কাটা ঘাসগুলো বস্তায় ভরে নিয়ে আসার সময় গুলি করে।
এতে করে তার বাম পায়ে গুলি লাগে। এত গুরুতর আহত হয়। তবে তার সঙ্গে থাকা অপর জন শরিফ বেঁচে যায়। সে বর্তমানে রামেক হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এই বিষয়ে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×