ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সরকারি অফিসে একই পদে দুই কর্মকর্তা!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী  

প্রকাশিত: ১৯:১৪, ৮ মে ২০২৩; আপডেট: ১৯:৫১, ৮ মে ২০২৩

সরকারি অফিসে একই পদে দুই কর্মকর্তা!

বন বিভাগ

পটুয়াখালীর বাউফলে বন কর্মকর্তার কার্যালয়ে ৫ মাস ধরে একই পদে দুই কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর  নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঝালকাঠি থেকে থেকে মোঃ বদরুলজ্জামান সোহাগকে বাউফল উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।  কিন্তু ভারপ্রাপ্ত বন কর্মকর্তা  কে,এম ফিরোজ কবীর যোগদানকৃত  বন কর্মকর্তা বদরুলজ্জামান সোহাগকে এখন পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেননি। অথচ গত ৫ মাস ধরে দুই কর্মকর্তা বাউফল থেকে বেতন উত্তোলন করছেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কে, এম ফিরোজ কবীর বলেন,‘এটা কোন নিউজ।’

সদ্য যোগদানকৃত উপজেলা ভারপ্রাপ্ত বন বর্মকর্তা মোঃ বদরুলজ্জামান সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কে, এম ফিরোজ কবীরের ১৫ মে দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। এখন তিনি পটুয়াখালী জেলা বন কর্মকর্তার কার্যালয় থাকেন।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আল আমিন বলেন,‘শুনেছি ভারপ্রাপ্ত বনকর্মকর্তা ফিরোজ কবীর বদলি হয়েছেন। দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কারণ জানিনা। বিষয়টি দেখতেছি।
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×