ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

শেরপুরে বজ্রপাতে ও পানিতে ডুবে শিশুসহ মৃত্যু ২

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ২১:১০, ২৯ এপ্রিল ২০২৩

শেরপুরে বজ্রপাতে ও পানিতে ডুবে শিশুসহ মৃত্যু ২

মৃত্যু 

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে ও পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। 

শনিবার (২৯ এপ্রিল) উপজেলার কাকিলাকুড়া ও পশ্চিম পোড়াগড় এলাকায় ওইসব ঘটনা ঘটে। নিহতরা হলেন কাকিলাকুড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে কৃষক মো. মিজু মিয়া (৩২) ও খড়িয়াকাজিরচর ইউনিয়নের পশ্চিম পোড়াগর গ্রামের মো: ময়নাল হকের ছেলে তাকবীর (৫)। আর বজ্রপাতে আহত হয়েছে মৃত মিজু মিয়ার মেয়ে মিম আক্তার (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সোয়া ৫টার দিকে কৃষক মিজু মিয়া ও তার মেয়ে মিম আক্তার মাঠে কাজ করছিলেন। ওইসময় বৃষ্টি শুরু হলে মাঠ থেকে দৌড়ে বাড়িতে যাওয়ার সময় তাদের ওপর বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হন বাবা ও মেয়ে। পরে তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিজু মিয়াকে মৃত ঘোষণা করেন। আর আহত মিম আক্তার চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের পশ্চিম পোড়াগড় এলাকার দুই ভাই সোহাগ মিয়া ও মো. তাকবীর তাদের বাড়ির পাশে গড়খাই খালে গোসল করতে যায়। গোসল করার সময় আকস্মিক খালের পানিতে ডুবে মারা যায় তাকবীর।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এমএস

×