
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে বঙ্গভবনে আসেন তিনি।
এদিকে, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। সকাল ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে রাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য, তিনবাহিনীর প্রধানসহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করবেন। শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন ।
রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে আজ থেকে অবসরে যান।
বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ দুপুর ২টার দিকে বঙ্গভবনে রাজসিক সংবর্ধনার পর রাজধানীর নিকুঞ্জের বাসায় পৌঁছান।
এমএইচ