ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ক্যাম্পে ডাকাতের গুলিতে রোহিঙ্গা নারী নিহত

প্রকাশিত: ১৭:৪২, ২৪ এপ্রিল ২০২৩

ক্যাম্পে ডাকাতের গুলিতে রোহিঙ্গা নারী নিহত

রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের ক্যাম্পে ডাকাতের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা নারী। সোমবার (২৪ এপ্রিল) ভোরে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জমিলা বেগম (৩০) টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেনের মেয়ে। আহতরা হলেন একই ক্যাম্পের বাসিন্দা মনিরা (৪৫) ও নুর ফাতেমা (২৬)। 

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা জানান, ক্যাম্পে ডাকাত সালমান শাহ গ্রুপের ১০-১৫ জন অস্ত্র নিয়ে নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকে মনিরার ঘরে হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে জমিলা মারা যান। এ ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রে নিলে অবস্থার অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

এমএইচ

×