ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হেলপার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৯:৪৭, ১৩ এপ্রিল ২০২৩

চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হেলপার

দুর্ঘটনা কবলিত বাস

গাজীপুরের পূবাইলে চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ওই বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করেছে। বৃহষ্পতিবার বিকেলে মহানগরীর বসুগাঁও কলেজ গেইটের পাশে টঙ্গী-নরসিংদী সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম- মোঃ হোসাইন আহমদ (২০)। তিনি সিলেটের বিশ্বনাথপুর থানাধীন সৎপুর এলাকার শুকুর আলীর ছেলে এবং ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী কাজী পরিবহন সার্ভিসের বাসের হেলপার ছিলেন। 

জিএমপি’র পূবাইল থানার এসআই সাহিদুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, বৃহষ্পতিবার কাজী পরিবহন সার্ভিসের একটি বাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কুটি চৌমুহনী যাচ্ছিল। পথে বেলা আড়াইটার দিকে বাসটি টঙ্গী-নরসিংদী সড়কের বসুগাঁও কলেজ গেইটের পাশে আবির বিদ্যানিকেতন স্কুলের সামনে পৌঁছলে হেলপার হোসাইন হঠাৎ চলন্ত বাস থেকে নীচে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং বাসটিকে জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএস

×