![জামালপুরে সাহরির সময় ডাকাডাকি করায় ইমামকে মারধর জামালপুরে সাহরির সময় ডাকাডাকি করায় ইমামকে মারধর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2023January/jamalpur-07-2304080533.jpg)
মুসল্লিদের বিক্ষোভ
জামালপুরের দেওয়ানগঞ্জে সাহরির সময় মাইকে ডাকাডাকির জেরে মসজিদের ইমামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলার অভিযোগ উঠেছে জাকির হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার সরদারপাড়া তৌহিদি মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মুসল্লিরা জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে উপজেলার সর্দারপাড়া নাদু ব্যাপারীর ছেলে জাকির হোসেন সরদারপাড়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ সোহাগের বিরুদ্ধে সাহরির সময় মাইকে অতিরিক্ত ডাকাডাকির অভিযোগ আনেন। পরে ওইদিন রাতে তারাবীহর নামাজ শেষে ইমাম নুর মোহাম্মদকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। পরে পুলিশ নুর মোহাম্মদকে আটক করেন।
সর্দারপাড়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ সোহাগ জানান, সাহরির সময় মাইকে ডাকাডাকির জেরে জাকির হোসেন একা পেয়ে গালিগালাজ ও মারধর করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, বিক্ষোভের বিষয়টি জানেন। এখনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএইচ