বজ্রপাতে মৃত্যু
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে শ্বশুর ও জামাতার মৃত্যু হয়েছে।
সোমবার ভোর রাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৯) ও তার মেয়ে জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খা গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)। চর এককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক দফাদার জানান, তারাবিহ্ নামাজ আদায় করে শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতের কোনো একসময় বজ্রপাতে তারা দুইজনই মারা গেছেন।
তিনি আরও বলেন, ভোর রাতের দিকে নৌকায় শ্বশুর শহিদ বিশ্বাসের ঝলসানো মরদেহ পেয়েছেন অন্য জেলেরা। আর সকালে নদীতে অন্য জেলেদের জালে জামাতা রাসেলের মরদেহ পাওয়া যায়।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মজিবর রহমান বলেন, ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে গিয়ে শ্বশুড় ও জামাতার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় উভয়ের মরদেহ দাফনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
এমএস