ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মিতালি ট্রেনে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২০:৪৫, ২৬ মার্চ ২০২৩

মিতালি ট্রেনে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

বৃদ্ধের আত্মহত্যা

নীলফামারীর ডোমারে  ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমিজার রহমান (৬২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। 

রবিবার  (২৬ মার্চ) বেলা পনে তিনটার  দিকে উপজেলার ডোমার রেলষ্টেশনের অদুরে  চিকনমাটি দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিজার রহমান উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের কাউয়াতলী এলাকার মৃত মান্দের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের নিউজলপাইগুড়ি  থেকে ছেড়ে ঢাকাগামী আন্তঃদেশী বিরতীহীন মিতালী এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে  ডোমার স্টেশন পার হয়ে যাচ্ছিল। এ সময় ওই বৃদ্ধ চিকনমাটি দোলাপাড়া এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দেন। ফলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আমিজার রহমানের মৃত্যু হয়।

মৃতের নাতি জামিয়ার রহমান বলেন, দাদা আগে ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। একইসঙ্গে হাঁস বিক্রি করতেন। বেশ কয়েক মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যেতেন।

সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×