ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জে আলু তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ২৬ মার্চ ২০২৩; আপডেট: ২০:৪৭, ২৬ মার্চ ২০২৩

মুন্সীগঞ্জে আলু তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাতে নিহত মিজান হোসেন।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে মিজান হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকাল ৫টায় উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান হোসেন একই গ্রামের মনির হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক দিন যাবত থেমে থেমে বৃষ্টি হওয়ায় পর আজ বিকেলে বৃষ্টি না হওয়ায় নিহত মিজান ও তার বড় ভাই আল আমিন তাদের পিতা মনির হাওলাদারের সঙ্গে জমিতে আলু তোলার কাজ করতে যান। সেখানে হঠাৎ আকাশে মেঘের গর্জনে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মিজানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিজানের বড় ভাই আল আমিন জানান, কয়দিন যাবত বৃষ্টি হওয়ায় জমির আলু তুলতে পারছিনা। বৃষ্টির পানিতে আলু পচে যাওয়ার ভয়ে বিকেলে আমরা আলু তুলতে যাই। সেখানেই আমার সুস্থ্য সবল ভাই আমাদের সামনে বজ্রপাতে মাটিতে পড়ে গেল। তাকে আর বাঁচাতে পারলাম না।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×