ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শ্রীনগরে  ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ 

প্রকাশিত: ১৮:০২, ২৫ মার্চ ২০২৩

শ্রীনগরে  ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

শনিবার দুপুরে শ্রীনগর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না রাখার অপরাধে ৫ দোকানীকে আর্থিক জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীনগরের  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, রোজার মধ্যেও অনিয়ম বরদাস্ত করা হবে না। 

তাই উপজেলায় বিভিন্ন হাটবাজার বাজার মনিটরিংও চলছে। অভিযানে আরও অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, কৃষি অফিসার শান্তনা রানী, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি।

এমএস

সম্পর্কিত বিষয়:

×