ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত: ১৬:৪৯, ২০ মার্চ ২০২৩; আপডেট: ১৮:০৪, ২০ মার্চ ২০২৩

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ফাইল ফটো।

বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। 

সোমবার (২০ মার্চ) উপজেলার বগা লেক এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

তিনি  জানান, বগালেক এলাকার দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বগালেক থেকে নামার সময় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৪ জন নারী এবং হাসপাতালে ২ জন নিহত হন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

এমএম

সম্পর্কিত বিষয়:

×