ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

কলাপাড়ায় গ্রীন লাইন পরিবহন বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১১:৩২, ১৪ মার্চ ২০২৩

কলাপাড়ায় গ্রীন লাইন পরিবহন বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গ্রীন লাইন পরিবহন বাস

কলাপাড়া-কুয়াকাটা সড়কের নয়াপাড়া নামক স্থানে ঢাকা থেকে আসা গ্রীন লাইন পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী কমল চন্দ্র দাস (৪৫) নিহত হয়েছেন।

 মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

কমল কুয়াকাটা থেকে কলাপাড়ায় ফিরছিলেন। মহিপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক-হেল্পার পলাতক রয়েছে। নিহত কমল দাস একটি ব্রিক ফিল্ডের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

মহিপুর থানার পরিদর্শক তদন্ত এ খবর নিশ্চিত করেছেন।
 

টিএস

×