ম্যাপে বরিশাল
প্রেমের সম্পর্কে কলেজ ছাত্রী আসমা বেগমকে বিয়ে করেছিলেন কলেজ ছাত্র রিফাত জোমাদ্দার। গত এক মাস পূর্বে রিফাত বাসা ভাড়া নিয়েছিলো। গত চারদিন পূর্বে স্ত্রী তার বোরকা পড়া মুখ খোলা ছবি ফেসবুকে পোস্ট করেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে স্বামী।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে জেলার উজিরপুর পৌর সদরের হাসপাতালের সামনের ভাড়াটিয়া বাসায়। পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করে রবিবার সকালে মর্গে প্রেরণ করেছে। মৃত রিফাত জোমাদ্দার (২২) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাইশঘর গ্রামের ফোরকান জোমাদ্দারের ছেলে। সে (রিফাত) বরিশাল নগরীর ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলো। তার স্ত্রী আসমা বেগম (২০) বরিশাল রহমতপুর কৃষি কলেজের পঞ্চম সেমিষ্টারের শিক্ষার্থী। কলেজের আবাসিক হলে থেকে আসমা পড়াশুনা করেন। মাঝে মধ্যে স্বামীর ভাড়াটিয়া বাসায় এসে থাকতো ঝালকাঠি জেলার নলছিটি এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে আসমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিফাতের নানা বাড়ি উজিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে। তার বাবা-মা ঢাকায় থাকেন। সে সুবাদে নানা বাড়ির পাশে হাসপাতালের সামনের হান্নান খানের বাড়িতে এক মাস পূর্বে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো রিফাত।
মৃত রিফাতের স্ত্রী আসমা বেগম বলেন, প্রেমের সম্পর্কে এক মাস পূর্বে রিফাতের সাথে তার বিয়ে হয়। রিফাত আমাকে সবসময় বোরকা পরে চলাফেরা করতে বলতো। কিন্তু কিছুদিন আগে ফেসবুকে বোরকা পড়া মুখ খোলা একটি ছবি আপলোড দেয়ায় রাগ করে চারদিন ধরে আমার সাথে রিফাত ঠিক করে কথা বলতো না। তিনি আরও জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রিফাত আমাকে ভিডিও কল দিয়ে গালিগালাজ করে।
একপর্যায়ে সে উত্তেজিত হয়ে আমাকে ভিডিও কলে রেখেই ভাড়া বাসার মধ্যে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়। বিষয়টি তাৎক্ষণিক রিফাতের বন্ধু রিয়াদ ও শাওনকে জানাই। তারা রিফাতের মামা শান্ত ইসলামকে জানানোর পর সে (শান্ত) লোকজন নিয়ে রিফাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃত রিফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
টিএস