ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কৃষি জমির টপ সয়েল কাটায় ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৯:৫১, ৮ মার্চ ২০২৩

কৃষি জমির টপ সয়েল কাটায় ৮০ হাজার টাকা জরিমানা

সম্প্রতি এই অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ফতেহনগর এলাকায় কৃষি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাবিবুল বশর (৩৮) নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপস্থিত এলাকাবাসী সুত্রে জানা গেছে স্থানীয় এমপি নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা জাহাঙ্গীর আলম চৌধুরীর মাটিকাটা সিন্ডিকেটের সদস্য মোজাহের, হাবিবুল বাশার বাবু, তওহীদ মেম্বার প্রমুখ প্রিয়মল বড়ুয়ার জমি থেকে এস্কেভেটর দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। 

সম্প্রতি এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। তিনি জানান, “অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী তাদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের সময়ে এস্কেভেটর এর মালিক তৌহিদ মেম্বার কে নাপেয়ে সেটি স্থানীয় চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরীর জিম্মায় দিয়ে যান। এস্কেভেটর মালিককে খুজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
 

রহিম শেখ

সম্পর্কিত বিষয়:

×