রোহিঙ্গার কারাদণ্ড
৭০ হাজার পিস ইয়াবা সরবরাহ মামলায় ৫ রোহিঙ্গাকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- আমির উদ্দিনের ছেলে আলী আকবর, নজির আহমদের ছেলে মো: সেলিম, বনি আমিনের ছেলে নুর আমিন, আহমদ আলীর ছেলে আবদুর রশিদ এবং মৃত সৈয়দের ছেলে মো: আবদুল্লাহ।
দণ্ডিতরা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার মেনজী-২ থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিতদের সাজাভোগ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বিচারক মোহাম্মদ ইসমাইল কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।
এমএস