ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থদন্ড

সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী 

প্রকাশিত: ১৯:১৫, ৮ মার্চ ২০২৩

অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থদন্ড

চলছে অবৈধভাবে মাটি কাটা

নরসিংদীর রায়পুরায় অনুপযোগী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আক্তার হোসেন নামের একজনকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার (০৮ মার্চ) বিকালে রায়পুরার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্টে সহযোগীতা করেন রায়পুরা থানার পুলিশ। 

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, বালু মহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ৪(খ) এর অপরাধে ১৫ এর ১ ধারায় চাঁণপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার মোহাব্বত আলীর ছেলে আক্তার হোসেন নামের একজনকে এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। 
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×