ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

হাত পা বাঁধা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা 

প্রকাশিত: ১৮:৪২, ৮ মার্চ ২০২৩; আপডেট: ১৯:০৩, ৮ মার্চ ২০২৩

হাত পা বাঁধা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ম্যাপ

চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর আশরাফ সরদার (৫০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্র্রাহিমপুর ইঁদুরপোতা মাঠের ভুট্টাক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। আশরাফ সরদার শহরতলী দৌলাতদিয়াড় সরদার পাড়ার মৃত শমসের সরদারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিয়ে চুয়াডাঙ্গা শহর থেকে যাত্রী নিয়ে ভালাইপুর যায়। এরপর তার পরিবারের লোকজন সন্ধান না পেয়ে রাতেই খোঁজাখুঁজি করতে থাকে। বুধবার গ্রামবাসি কৃষিকাজ করতে যাওয়ার সময় ইঁদুরপোতা মাঠের ভুট্টাক্ষেতে হাত পা বাধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে চুয়াডাঙ্গা, দামুড়হুদা পুলিশ ও সি আই ডির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরসৌস ওয়াহিদ জানান, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে সেখানে তার ইজিবাইকটি পাওয়া যায়নি।

এমএস

×