ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

হাইওয়ে ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর, অভিযুক্ত নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ  

প্রকাশিত: ২০:০৮, ৬ মার্চ ২০২৩

হাইওয়ে ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর, অভিযুক্ত নারী গ্রেপ্তার

ট্রাফিক পুলিশকে মারধর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় মহাসড়কে উল্টো পথে যান চলাচলে বাধা দেয়ায় হামলার শিকার হয়েছেন মো. সুলতান আহমেদ নামে নারায়ণগঞ্জ হাইওয়ে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে একটি পক্ষ। এ ঘটনায় হামলাকারী নিলুফা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ট্রাফিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক এক্এেম শরফুদ্দিন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় দায়িত্ব পালন করছিলেন হাইওয়ে ট্রাফিক কনস্টেবল সুলতান আহমেদ। এ সময় উল্টোপথে সাইনবোর্ড থেকে শিমরাইলগামী একটি ব্যাটারী চালিত রিক্সা আসতে দেখে তিনি থামাতে বললে রিক্সাটি দ্রুত থামিয়ে দেন চালক।  

এ সময় নিলুফা নামে ওই রিক্সার যাত্রীর মোবাইল ফোনটি মহাসড়কে ছিটকে পড়ে ভেঙ্গে যায়। পরে ওই নারী তার মোবাইলের জরিমানা আদায় করতে কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তার কলার ধরে টানা-হেচড়া করেন। এ সময় ওই নারীর পক্ষে কয়েকজন লোক এসে পুলিশ কনস্টেবল সুলতান আহমেদকে মারধর করতে থাকেন। এ সময় ওই নারীও পুলিশ সদস্যেও ওপর হামলা চালায়। এ সময় ঐ নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। 

পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে পুলিশ কনস্টেবলকে উদ্ধার করেন এবং ঐ নারীকে আটক করেন। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে ঐ নারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ট্রাফিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক একেএম শরফুদ্দিন জানান, আহত পুলিশ কনস্টেবল সুলতান আহমেদ নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই দিলিপ কুমার বাদি হয়ে এ বিষয়ে ঐ নারীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ওই নারীকে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×