শিশু বলৎকার চেষ্টাকারী সাগর। ছবি: দৈনিক জনকন্ঠ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ৬ বছরের শিশুকে ঝালঁমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বলৎকার করার চেষ্টা করাকালীন শিশুর চিৎকারে স্থানীয়রা ওয়াসিম সাগর (৪৫) নামক ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে বলৎকারের চেষ্টাকারীকে ৯৯৯ ফোন দিয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। ওয়াসিম উপজেলার হাসাইলের হাসান সরদারের বাড়ীর ভাড়াটিয়া এবং শরীয়তপুর জেলার গোসাইরহাটের মৃত মকবুল মোল্লার পুত্র।
স্থানীয়রা জানান, সাগর পেশায় ঝালঁমুড়ি বিক্রেতা এবং শিশুটির পিতার বাড়ীর পাশেই ভাড়া থাকে। হাসাইলের দেলোয়ার মেম্বারের বাড়ীর পাশের বাড়িতে পরিত্যাক্ত জমিতে ঝালঁমুড়ি খাওয়ানের কথা বলে শিশুটিকে বলৎকারের চেষ্টা কর সাগর।
টঙ্গীবাড়ী থানা এস.আই আল-মামুন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সাগর নামক ব্যক্তিকে শিশু বলৎকারের অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে ফরওয়ার্ড করা হবে।
এমএস