ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

কিশোরকে খুন করে অটো ছিনতাই করল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর 

প্রকাশিত: ২০:০১, ৫ মার্চ ২০২৩

কিশোরকে খুন করে অটো ছিনতাই করল দুর্বৃত্তরা

অটো ছিনতাই

গাজীপুরে হাত বেঁধে ও গলায় ছুরিকাঘাত করে অটোরিক্সা চালক এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা। 

রবিবার তার লাশ মহানগরীর দেশীপাড়া পূর্বপাড়া এলাকার বিমান বাহিনীর টেকের মেহগনি গাছের একটি বাগান থেকে উদ্ধার করা হয়। নিহতের নাম- জাহিদ (১৫)। সে সাতক্ষীরা জেলার সদর থানার কোচপুকুর বাবুলিয়া এলাকার হজরত আলীর ছেলে। 

জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম ও নিহতের স্বজনরা জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পশ্চিম চান্দনা গ্রামে ভাড়া বাসায় থেকে এলাকায় অটোরিক্সা চালাতো জাহিদ। শনিবার রাতে যাত্রী বহনের জন্য রিক্সা নিয়ে বাসা থেকে বের হয় সে। এরপর নিখোঁজ হয় জাহিদ। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায় নি। রবিবার সকালে ওই মেহগনি বাগানের ভিতরে তার রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের দু’হাত পেছনে কাপড় (সার্ট) দিয়ে বাঁধা ছিল এবং গলার মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার রিক্সাটি নিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

 


 

এমএস

×