ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জামালপুরে দুই স্ত্রীর অশান্তিতে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১৭:৪৩, ৫ মার্চ ২০২৩

জামালপুরে দুই স্ত্রীর অশান্তিতে যুবকের আত্মহত্যা

আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে দুই স্ত্রীর অশান্তিতে আত্মহত্যা করা মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৫ মার্চ) দুপুরে পৌরসভার কাগমারী এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনিরুল ইসলাম ওই এলাকার সুরুজ জামাল ওরফে কল্লে মিয়ার ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মনিরুল দুটি বিয়ে করে স্ত্রীদের নিয়ে দীর্ঘদিন ধরেই  অশান্তিতে ছিলেন। এর আগে একটি মামলায় জেলও খেটেছেন তিনি। এলাকাবাসীর ধারণা, দুই স্ত্রীর যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন।

জানা যায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে তিনি নিজ ঘরে শুয়ে পড়েন। আজ রবিবার সকালে তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে মনিরুলের মা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে  আঁড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×