ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

মোটরসাইকেল চোর চত্রের মূল হোতা মোবারক আটক 

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা 

প্রকাশিত: ১৭:৪০, ৫ মার্চ ২০২৩

মোটরসাইকেল চোর চত্রের মূল হোতা মোবারক আটক 

মোটরসাইকেল চোর মোবারক

মোটরসাইকেল ছিনতাই সিন্ডিকেটের মূল হোতা মহাসিন ওরফে মোবারককে (২৫) আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। 

রবিবার দুপুর ২টায় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার দিনগত রাতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থেকে  মোবারককে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তিতে নীল রঙের ১৬০ সিসির একটি অ্যাপাচি, সাদা রঙের ১৫০ সিসির একটি ইয়ামাহা পুরোনো মডেলের এফজেড-এস মোটরসাইকেল, মাষ্টার কী (চাবী) এবং শাওমী কোম্পানির পোকো মডেলের একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। আটক মহাসিন ওরফে মোবারক, পাবনা জেলার চরকাতরা গ্রামের কিতাব সরদারের ছেলে। 

গত ২৫ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দর্শনা থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার পর অভিযানে নামে পুলিশ। এরপর ভুক্তভোগীর কাছে ঘটনার বর্ণনা শুনে আসামিদের স্কেচ আঁকে পুলিশ। এরপর ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল উদ্ধারসহ এ ঘটনার মূল হোতা মোবারককে আটক করা হয়।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×