ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

৭৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা

সংবাদদাতা, লালমোহন, ভোলা 

প্রকাশিত: ২১:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

৭৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা

লালমোহন থানা

ভোলার লালমোহনে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়েছেন মো. হাবিব উল্যাহ (৭৫) নামের এক বৃদ্ধ। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামের নিজ বসতঘরে ওই বৃদ্ধ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে আসে।

বৃদ্ধ হাবিব উল্যাহর ছেলে মো. কামাল হোসেন জানান, বাবা দীর্ঘদিন ধরে মুখে ঘায়ের কারণে অসুস্থ্য। মঙ্গলবার সকালে বাবাকে ঘরে রেখে আমরা যে যার মতো কাজ করতে যাই। কিছু সময় পরে মা ঘরে এসে বাবাকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দিলে আমিসহ প্রতিবেশিরা ছুটে এসে দড়ি কেঁটে বাবার লাশ নিচে নামাই।

এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×