ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

পশ্চিমবঙ্গের হুগলি নদীতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ

প্রকাশিত: ১৮:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

পশ্চিমবঙ্গের হুগলি নদীতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ

সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের হুগলি নদীতে বাংলাদেশের একটি মালবাহী জাহাজের সঙ্গে অন্য একটি জাহাজের সংঘর্ষে বাংলাদেশি জাহাজটির একাংশ নদীতে ডুবে গেছে।

 ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়,  শনিবার (২৫ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। জাহাজটি ছাই বহনকরে ভারত থেকে বাংলাদেশে আসছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) এক কর্মকর্তা। 

তিনি বলেন, শনিবার ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার নিশ্চিন্তপুরে দুই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ৯ ক্রুকে উদ্ধার করেছেন।

হুগলি জেলা পুলিশ বলছে, উদ্ধারকৃত ক্রুদের পরবর্তীতে থানায় নেয়া হয়। বাংলাদেশি ওই জাহাজের একজন প্রতিনিধি টেলিগ্রাফকে বলেছেন, জাহাজের একাংশ ডুবে গেছে। এর ফলে জাহাজের ইঞ্জিন রুমেও পানি ঢুকে পড়েছে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×