ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মুন্সীগঞ্জে দুই মাদক কারবারীর কারাদন্ড

প্রকাশিত: ১৯:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২৩

মুন্সীগঞ্জে দুই মাদক কারবারীর কারাদন্ড

মাদক কারবারী

মুন্সীগঞ্জে দুই মাদক কারবারীর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে সদর উপজেলার পঞ্চসারের মিরেশ্বরাই বাস্তহারা গ্রামে মো. বিল্লাল হোসেনের ছেলে মো. সুজন (৩১) ও আওলাদ হোসেনের ছেলে লিমন (২৪ ) ১৫ পিছ ইয়াবাসহ আটক হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালদের বিচারক মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা জানান, এই দুই যুবক বেশ কিছু দিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। 

এর আগে পঞ্চসারের জিয়সতলা থেকে ২৫০পিছ ইয়াবাসহ স্বপন মোল্লাকে (৩৮) গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×