ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী কারাগারে

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী কারাগারে

গ্রেফতারকৃত নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার অভিভাবক সমাবেশ থেকে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকা ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। 

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান। তিনি বলেন, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ, বার্ষিক ভোজ, দাতাদের জন্য দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়। 

তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় নিয়ে আসা হয়। নাশকতা মামলায় সকালে তাদের কারাগারে পাঠানো হয়।

 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×