ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

গাইবান্ধায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ১৬:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

গাইবান্ধায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

ম্যাপে গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরনীবাড়ি গ্রাম থেকে শনিবার রাজু মিয়া (২১) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু সাদুল্যাপুর উপজেলার চান্দের বাজার গ্রামের শফিউল ইসলামের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, শুক্রবার সকালে রাজু তার অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর তার মোবাইলে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। 

গতকাল শনিবার উজির ধরনীবাড়ি গ্রামের রেললাইনের ধারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
 

 

টিএস

×