ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

মতের বিরুদ্ধে বিয়ে, পুলিশ বাবাকে ছুরিকাঘাত করল মেয়ে

প্রকাশিত: ১৫:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

মতের বিরুদ্ধে বিয়ে, পুলিশ বাবাকে ছুরিকাঘাত করল মেয়ে

ছুরিকাঘাত

রংপুরের পীরগাছায় মতের বিরুদ্ধে বিয়ের আয়োজন করায় বাবা ফজল মাহমুদ (৫০) নামের এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে তারই মেয়ে। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তালুক ইশাত দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিয়ের গাড়িতে করেই আহত ফজলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাতে এসআই ফজল মাহমুদ মেয়ের বিয়ের আয়োজন করেন। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না তার এইচএসসি পড়ুয়া মেয়ে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১০টার দিকে নিজের কক্ষে ডেকে নিয়ে বাবাকে ছুরিকাঘাত করে মেয়ে। এতে গুরুতর আহত হন ফজল মাহমুদ। 

জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) মো. কামরুজ্জামান বলেন, ওই কলেজছাত্রীকে রাতেই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

এমএইচ

×