ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২০:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

যুবক

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে। শাহ আলম উপজেলার চন্দনার আব্দুল নুর প্রকাশ মধু মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (১৬ ফেরুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে সকালে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোল্লা রফিকুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। 

ওসি জানান, শাহআলম জনৈক বাক প্রতিবন্ধী নারীকে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই নারী মামলা করলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতে সে  ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়াও শাহা আলমের বিরুদ্ধে চুনারুঘাট থানাসহ বিভিন্ন থানায় ৬টি মাদক, চুরি  মামলা রয়েছে।
 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×