ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৩

চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

আত্মহত্যা

হবিগঞ্জে চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে নিপা তালুকদার (২০) নামে এক নার্স আত্মহত্যা করেছে। নিহত নিপা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের শ্যামল তালুকদারের মেয়ে। 

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ জেলা শহরের ঘোষপাড়া তারা পুকুরপাড়ের একটি বাসায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিপা হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ করে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফয়েজ জেনারেল হাসপাতালে নার্সের পেশায় কর্মরত ছিল। তারা পুকুরপাড়ের ভাড়া বাসায় দুইটি রুমে নিপাসহ ৫জন নারী বসবাস করে আসছিল। বাসায় বাকী নারীরা না থাকার সুযোগে একটি চিরকুট লিখে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

বিকেলে তার দুই নারী সঙ্গী এসে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান নিপা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ সময় তাদের চিৎকারে বাসার মালিক ও স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। 
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×