ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সুন্দরবনে গরু আনতে গিয়ে বাঘের হামলায় আহত কৃষক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৬:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩

সুন্দরবনে গরু আনতে গিয়ে বাঘের হামলায় আহত কৃষক

আহত ব্যক্তি

সুন্দরবনে গরু আনতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন মো. ফজলু গাজী (৬৫) নামে এক কৃষক। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতাল বাগেরহাটে তার অপারেশন করা হয়েছে। এরআগে রাতে রাকে এ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন ফজলু গাজী বলেন, বনের মধ্যে যেতেই গরু পাই। পেছন দিয়ে হাক দিলে গরু বাড়ির দিকে রওনা দেয়। এর মধ্যে টের পাই, পেছন দিক থেকে কী যেন দৌড়ে আসতেছে। ফিরে বাঘ দেখে আমি আমি চিৎকার শুরু করি। তখন সামনের খালে দুই নৌকায় থাকা ১০/১২ জনও চিৎকার শুরু করে। এরই মধ্যে বাঘে আমার একটা পা কামড়ে ধরে। 

তখন নৌকার লোকজন দৌড়ে আসলে বাঘ আমাকে ছেড়ে পালিয়ে যায়। আহতের স্ত্রী ফিরোজা বেগম বলেন, আমাদের বাড়ির পরই ছোট একটু বেড়িবাঁধের পর ছোট ভোলা নদী, তারপরে বন। আমাদের গরুটি ছাড়া পেয়ে শুকিয়ে যাওয়া নদী পেরিয়ে সুন্দরবনে চলে যায়। ওই গরু আনতে ওপারের গিয়েছিলেন তার স্বামী।

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার বলেন, বাঘের কামড়ে আহত ফজলু গাজীর ডান পায়ের গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। সেখানে গভীর গর্ত  য়ে গেছে। পরিবারটি অনেক গরিব, চিকিৎসার ব্যয় মেটানো তাদের জন্য অসম্ভব। আমরা তাকে ভর্তি করে হাসপাতাল থেকে সব ধরনের সেবা দিচ্ছি। আজ (১১ ফেব্রয়ারি) তার পায়ের ক্ষত স্থানে অস্ত্রপাচার করা হয়েছে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছুই জানেন না।

এসআর

সম্পর্কিত বিষয়:

×