ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১৬:০৬, ১১ ফেব্রুয়ারি ২০২৩

স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

ম্যাপে ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে সন্তানদের রেখে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহত যুবকের নাম মো. নাজমুল শেখ (২৭)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ময়না গ্রামের এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আক্তার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মাসে আগে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তান রেখে স্ত্রী সুমি বেগম (২৫) বাবার বাড়িতে চলে যান। ছেলেদের লালন-পালনে নাজমুল শেখ অশান্তিতে ভুগছিলেন। পরে শুক্রবার রাতে ঘরের আঁড়ার সঙ্গে দঁড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএস

সম্পর্কিত বিষয়:

×