ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাগেরহাটে এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৩

বাগেরহাটে এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যা

বাগেরহাটে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হাসি ম-ল (১৯) নামে এক কলেজছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসি ম-ল বাঁশবাড়িয়া গ্রামের রবীন্দ্রনাথ ম-লের মেয়ে। সে কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল।

হাসি ম-লের বাবা রবীন্দ্রনাথ বলেন, ‘হাসি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে ইংরেজি বিষয়ে ফেল করেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে হাসি বিষপান করে। পরে আমরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা হাসিকে মৃত ঘোষণা করেন।’

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, ‘হাসি মন্ডলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হাসির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×