ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

র‍্যাবের সঙ্গে সন্ত্রাসী ও জঙ্গিদের গোলাগুলিতে আহত ৮, আটক ৫

প্রকাশিত: ১৭:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩

র‍্যাবের সঙ্গে সন্ত্রাসী ও জঙ্গিদের গোলাগুলিতে আহত ৮, আটক ৫

র‌্যাবের ডিজি এম খুরশীদ হোসেন

বান্দরবানের থানচির রেমাক্রি এলাকায় সন্ত্রাসী সংগঠন কুকিচিন ও  জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলোগুলির ঘটনা ঘটেছে। এ সময় ৫ জঙ্গিকে আটক করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন র‌্যাব সদস্য। 

র‌্যাবের ডিজি এম খুরশীদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে থানচির তমাতুঙ্গিতে সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি এম খুরশীদ হোসেন এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘থানচির রেমাক্রিতে র‌্যাব অভিযান চালালে তাদের লক্ষ করে গুলি ছোড়ে জঙ্গি ও সন্ত্রাসীরা। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এখনও গোলাগুলি চলছে।’

র‌্যাবের অভিযানে এ পর্যন্ত ৪৩ জন জঙ্গি সংগঠনের সদস্য এবং ১৪ জন কুকিচিন সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাবের ডিজি। 

উল্লেখ্য, পাহাড়ি এলাকায় সন্ত্রাসী সংগঠন জঙ্গিদের প্রশিক্ষণ দেয় এমন তথ্যে গত ১৭ অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে অভিযানে নামে র‌্যাব ও সেনাবাহিনী।
 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×