ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযানে ম্যানেজারকে কারাদণ্ড

প্রকাশিত: ২০:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৩

নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযানে ম্যানেজারকে কারাদণ্ড

নকল প্রসাধনী কারখানা

জেবি কেয়ার বাংলাদেশ নামের একটি নকল প্রসাধানী তৈরির কারখানায় অভিযান চালিয়ে ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, যৌন উত্তেজক ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম, ব্যথ্যানাশক ক্রিমসহ বিভিন্ন ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। 

রবিবার (৪ ফেব্রুয়ারি)  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত চট্টগ্রামের বায়েজিদ থানার শাহ হাবিবুল্লাহ রোডে এ অভিযান পরিচালনা করেন। একইসঙ্গে ওই কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা ও ৫ লক্ষাধিক টাকার অবৈধ প্রসাধনী সামগ্রী ধ্বংস করা হয়েছে।

এছাড়া বিভিন্ন সাবানে অনুমতি ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখা গেছে। এছাড়া ফ্যাক্টরিতে থাকা ৩ জন শ্রমিককে বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×