ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের ওপর ককটেল হামলা

প্রকাশিত: ১৮:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের ওপর ককটেল হামলা

ছবি: সংগৃহীত। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে র‍্যাবের ওপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় র‍্যাব ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

তিনি বলেন, একটি স্থানে কয়েকজন জটলা করে বসেছিল। আমরা তাদের সরে যেতে বলতেই আমাদের ওপর ককটেল মারে এবং আমাদের টার্গেট করে হামলা করে। এতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছি। তবে তারা নৌকা নাকি আপেল প্রতীকের সমর্থক তা নিশ্চিত না।

এর আগে একই ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×