ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কক্সবাজারে ১২০ কি: মি রেঞ্জ ক্ষমতা সম্পন্ন টাইগার মিসাইল উৎক্ষেপন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৫:১৭, ৩১ জানুয়ারি ২০২৩

কক্সবাজারে ১২০ কি: মি রেঞ্জ ক্ষমতা সম্পন্ন টাইগার মিসাইল উৎক্ষেপন

সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ

সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেল গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার এমএলআরএস এর ফায়ারিং সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।  

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরী TIGER MISSILE SYSTEM আমাদের আভিযানিক সক্ষমতাকে দিয়েছে এক নতুন মাত্রা। মঙ্গলবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীতে নব সংযোজিত টাইগার এমএলআরএস এর যৌথ জাহাজীকরণোত্তর পরিদর্শন ফায়ারিং ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং পর্যবেক্ষন কালে তিনি এসব কথা বলেন। 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো: নজরুল ইসলাম, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো: ফখরুল আহসানসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; অফিসার; জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগ উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম সংযোজিত ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার এমএলআরএস এর ফায়ারিং করা হয়। 

টিএস

×