প্রতীকী ছবি।
আগামীকাল রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্রকরে রাজশাহীতে চলবে সাত বিশেষ ট্রেন।
রোববার (২৯ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত এই ট্রেনগুলো রাজশাহীতে যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে সাতটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। ট্রেনগুলো হলো, সিরাজগঞ্জ স্পেশাল, নাটোর স্পেশাল, সান্তাহার স্পেশাল, চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল, জয়পুরহাট স্পেশাল, আড়ানী স্পেশাল ট্রেন ও রহনপুর স্পেশাল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের এমপি শেখ হেলালের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলো রোববার দুপুর ১২টা থেকে ১টার মধ্যেই রাজশাহীতে পৌঁছাবে। সাতটি বিশেষ ট্রেনে সাড়ে ১৪ হাজার যাত্রী পরিবহন করা যাবে।
এদিন রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত রাজশাহীর সাধারণ মানুষ।
এমএম