ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নৃত্য শিল্পীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ১৫:৫৯, ২৮ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৬:৪৩, ২৮ জানুয়ারি ২০২৩

নৃত্য শিল্পীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-১

প্রতীকী ছবি

বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় এক নৃত্য শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক এক ধর্ষককে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। 

গ্রেপ্তারকৃত জসিম খান (৪০) নগরীর রূপাতলী এলাকার মৃত কাসেম খানের ছেলে। 

শনিবার (২৮ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালীর কলাপাড়া থানার ধানখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় নগরীর এয়ারপোর্ট থানার রহমতপুর এলাকার বাসিন্দা ১৭ বছরের এক নৃত্যশিল্পীকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ধান গবেষণা রোডের বাংলা লিংক টাওয়ায়ের সিকিউরিটির রুমে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই মামলায় পটুয়াখালীর সদর থানার ছোট বিঘাই এলাকার আহসান সিকদারের ছেলে মিরাজ হোসেন (২২) ও বরিশাল নগরীর রূপাতলী এলাকার মৃত কাসেম খানের ছেলে জসিম খানের নামোল্লেখসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় জসিম খানের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তারের পর কোতোয়লি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×