ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যাত্রীবাহী লঞ্চে ৪৮০ কেজি জাটকা ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৭:৪২, ২৬ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৭:৪৬, ২৬ জানুয়ারি ২০২৩

যাত্রীবাহী লঞ্চে ৪৮০ কেজি জাটকা ইলিশ জব্দ

ধলেশ্বরী নদীতে নৌ পুলিশের অভিযানে জাটকা ইলিশ জব্দ।

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ হতে ৪শ’ ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মুক্তারপুর নৌ ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে এমভি তাছরিফ-১ নামে ঢাকাগামী লঞ্চে অভিযান চালিয়ে এ জাটকা ইলিশ জব্দ করে।

পরিদর্শক এসএম সোবহান জানান, বৃহস্পতিবার রাত্র আড়াইটার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি তাছরিফ-১ নামের যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে ৪শ’ ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

পরে জব্দকৃত জাটকাগুলো মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিমের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী এবং গরীবদের মাঝে বিলিয়ে দেয়া হয়। লঞ্চটিতে যাত্রী থাকায় এটি আটক না করে মুকলেচা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×