ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ব্যাংকের স্টোর রুমে থেকে ২ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০:০৯, ১৮ জানুয়ারি ২০২৩

ব্যাংকের স্টোর রুমে থেকে ২ মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি। 

নরসিংদীতে অগ্রণী ব্যাংকের রাধাগঞ্জ শাখা থেকে  দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে মরদেহ তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখার ব্যবস্থাপক ফখরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারি) নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তৌহিদুল আলম ও রঞ্জু মিয়া রাতের খাবার খেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন।  
বুধবার (১৮ জানুয়ারি) সকালে পরিচ্ছন্নতা কর্মী ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেট বন্ধ দেখে আনসার সদস্যদের ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পাননি। পরে পাশের ফটোকপির দোকানের মালিককে বিষয়টি জানান। ব্যাংকের শাখা দোকানের মালিককের কাছ থেকে বিষয়টি জেনে সকাল ৯টার দিকে ব্যাংকে এসে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে এসে তালা ভেঙে ব্যাংকের স্টোর রুমে দুই আনসার সদস্য তৌহিদুল আলম এবং রঞ্জু মিয়ার মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 

এ প্রসঙ্গে  রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা খাবারের বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে তৌহিদুল আলম (২৪) এবং  টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উকিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রঞ্জু মিয়া (৪০)। তারা এই ব্যাংকের নিরাপাত্তার দায়িত্বের ছিলেন।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×